বেনাপোল স্থলবন্দরের “প্যাসেঞ্জার ফাসিলিটিজ চার্জ” অনলাইনের মাধমে গ্রহণ প্রসংগে
আগামী ১৪ জুন বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে সকল বন্দরে সপ্তাহব্যাপী “স্থলবন্দর সেবা সপ্তাহ” উৎযাপিত হবে। তারই অংশ হিসেবে স্থলবন্দরের সেবা কে স্মার্ট ও ডিজিটাইজ করতে এটুআই এর সহযোগিতায় ভারতগামী পাসপোর্ট যাত্রীদের “প্যাসেঞ্জার চার্জ” অনলাইনের মাধ্যমে গ্রহণের লক্ষ্যে একটি ওয়েব এ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা হয়েছে। বর্তমানে উক্ত ওয়েব এ্যাপ্লিকেশনটি লাইভ সার্ভারে হোস্ট করা আছে এবং ওয়েব এ্যাপ্লিকেশনটির লিংক হলো http://blpa.ekpay.gov.bd । এছাড়া উক্ত ওয়েব এ্যাপ্লিকেশনটির সাথে এটুআইএর ‘একপে’ পেমেন্ট গেইটওয়ে ইন্টিগ্রেশন কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে স্থলবন্দরের প্যাসেঞ্জার চার্জসহ বন্দরের সকল চার্জ এটুআইএর ‘একপে’ এর মাধ্যমে গ্রহণের জন্য এটুআই এবং বাস্থবকের মধ্যে একটি পারস্পরিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে।
আগামী ১৪/০৬/২০২৩ তারিখ থেকে বর্ণিত শিডিউল অনুযায়ী বেনাপোল স্থলবন্দরের ভারতগামী পাসপোর্ট যাত্রীদের নিকট থেকে “প্যাসেঞ্জার ফাসিলিটিজ চার্জ” অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে।
চালুর ধাপ |
যে সকল যাত্রীদের জন্য |
কার্যকরের তারিখ |
মন্তব্য |
১ম ধাপে |
ভারতগামী সরাসরি বাসের (Direct Bus) পাসপোর্টধারী যাত্রীদের নিকট থেকে অনলাইনের মাধ্যমে প্যাসেঞ্জার ফাসিলিটিজ চার্জ গ্রহণ; |
১৪/০৬/২০২৩ হতে ১৭/০৬/২০২৩ তারিখ পর্যন্ত |
পরীক্ষামূলকভাবে চালু |
২য় ধাপে |
ভারতগামী সরাসরি বাসের (Direct Bus) পাসপোর্টধারী যাত্রীগন এবং বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীদের নিকট থেকে অনলাইনের মাধ্যমে প্যাসেঞ্জার ফাসিলিটিজ চার্জ গ্রহণ; |
১৮/০৬/২০২৩ হতে ২৪/০৬/২০২৩ তারিখ পর্যন্ত |
পরীক্ষামূলকভাবে চালু |
৩য় ধাপে |
ভারতগামী সকল পাসপোর্টধারী যাত্রীদের নিকট থেকে অনলাইনের মাধ্যমে প্যাসেঞ্জার ফাসিলিটিজ চার্জ গ্রহণ; |
২৫/০৬/২০২৩ হতে ৩০/০৬/২০২৩ তারিখ পর্যন্ত |
ভারতগামী সকল পাসপোর্টধারী যাত্রীদের জন্য চালু |