মোঃ জিল্লুর রহমান চৌধুরী
চেয়ারম্যান
জনাব মোঃ জিল্লুর রহমান চৌধুরী গত ০৩ জুলাই ২০২২ খ্রিষ্টাব্দ তারিখ হতে ১৫ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত বিভাগীয় কমিশনার, খুলনা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চেয়ারম্যান, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত ২৯ (ঊনত্রিশ) বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিবালয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিভাগীয় কমিশনার, খুলনা হিসেবে যোগদানের পূর্বে তিনি অতিরিক্ত সচিব পদে মন্ত্রিপরিষদ বিভাগে কাজ করেছেন। তিনি জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগে যুগ্মসচিব পদে কাজ করেছেন। ১৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে গত ২৫ এপ্রিল, ১৯৯৪ খ্রি. তারিখে তিনি লালমনিরহাট জেলায় সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে বি এস এস (অনার্স) ও এম এস এস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি Australian National University হতে উন্নয়ন অর্থনীতিতে এম এস ডিগ্রী অর্জন করেন । তিনি ২০০৪ সালে International and Development Economics বিষয়ে অস্ট্রেলিয়া হতে, ২০১৫ সালে Special Training for Good Governance বিষয়ে ভারত হতে এবং ২০১৯ সালে Professional Development Program বিষয়ে যুক্তরাষ্ট্র হতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
অধ্যাপনার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। প্রশাসন ক্যাডারে যোগদানের পূর্বে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন।
২০১৫ হতে ২০১৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত ০৩ (তিন) বছরের অধিককাল তিনি জেলা প্রশাসক হিসেবে প্রথমে লক্ষ্মীপুর ও পরে চট্টগ্রামে কর্মরত ছিলেন। এর পূর্ববর্তী সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক, ঢাকা হিসেবে তিনি কাজ করেছেন। জনাব মোঃ জিল্লুর রহমান চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জৈন্তাপুর, সিলেট (২০০৬-২০০৮) এবং নবাবগঞ্জ, ঢাকায় (২০০৮-২০০৯) কাজ করেন। সহকারী কমিশনার (ভূমি) পদে জলঢাকা, নীলফামারীতে দায়িত্ব পালন করেন।
তিনি বৈদেশিক প্রশিক্ষণ এবং সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারতসহ শ্রীলঙ্কা, তুরস্ক, চীন, মিশর, সিংঙ্গাপুর, মালয়েশিয়া, ইতালি, থাইল্যান্ড এবং সুইজারল্যান্ড ভ্রমণ করেছেন।
জনাব মোঃ জিল্লুর রহমান চৌধুরী ১৯৬৭ সালে সুনামগঞ্জ জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক।