Wellcome to National Portal
  • 2024-08-08-04-54-34a98514107aca7434277e49d2e48e6a
  • 2024-08-08-04-38-bafd36c29a83c5d214fcb96afdb31647
  • Benapole-2
  • 2020-03-03-15-00-0cf424f3ddee3bd1372a60fc05fd38e7
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st August ২০২৪

ভোমরা স্থলবন্দর

বন্দর পরিচিতি

ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা সদর উপজেলাধীন ভোমরা সীমান্তে অবস্থিত। ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতীয় অংশে পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগণা জেলার গোজাডাঙ্গা সীমান্ত অবস্থিত। এটি বাংলাদেশ-ভারতের মধ্যকার চেকপয়েন্ট ও গুরুত্বপূর্ণ স্থলবন্দর। স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে এটি যথাক্রমে ১২-০১-২০০২ খ্রিঃ তারিখে স্থলবন্দর ঘোষণা  এবং ১৯-০৫-২০১৩ খ্রিঃ তারিখে স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়। স্থল শুল্ক কার্যক্রম ও বন্দর পরিচালনার জন্য যথাক্রমে ভোমরা এলসি স্টেশন ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ রয়েছে। রাজধানী হতে ভোমরা স্থলবন্দরের দূরত্ব প্রায় ২৮৫ কিঃমিঃ এবং কোলকাতার  দূরত্ব প্রায় ৬০ কিঃমিঃ। সড়ক পথে রাজধানীসহ দেশের অন্যান্য স্থানের সাথে এ স্থলবন্দরের ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে। পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হলে এ বন্দরের মাধ্যমে অত্র অঞ্চলের ব্যবসা-বাণিজ্য অনেকাংশে বৃদ্ধি পাবে।

অবকাঠামো সুবিধা 

০২টি ওয়্যারহাউজ, ০৪টি ওপেন স্টেক ইয়ার্ড, ৩৩৭২৯০ বর্গফুট ট্রান্সশিপমেন্ট  ইয়ার্ড, ০১টি ট্রান্সশিপমেন্ট শেড, ০৩টি (১০০ মে.ট) ওয়েব্রীজ স্কেল, ০১টি (১০০ কেভি) পাওয়ার হাউজসহ স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর, ০১টি ফায়ার হাইড্রেন্ট সিস্টেম, ০১টি প্রশাসনিক ভবন, ০১ টি ডরমিটরী, ০১টি ব্যারাক হাউজ, ০৩টি টয়লেট কমপ্লেক্সসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো বিদ্যমান রয়েছে।        

2023-03-17-02-13-1244845b0190d65fae9c850e5d75db9c

ঠিকানা:ভোমরা স্থলবন্দর,সদর উপজেলা, সাতক্ষীরা.http://bhomra.blpa.gov.bd/
ফোন: +৮৮-০৪৭১-৮১১৪২
ফ্যাক্স: +৮৮-০৪৭১-৮১১৪২
ইমেইল blpasatkhira@gmail.com
This page can't load Google Maps correctly.
Do you own this website?

BESbswy