Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st August ২০২৪

বেনাপোল স্থলবন্দর

 

 

একনজরে   বেনাপোল স্থলবন্দর

অংশীজন

  • বেনাপোল স্থলবন্দর যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অবস্থিত।
  • মোট 86.68 একর এলাকা জুড়ে বিস্তৃত।
  • স্থলবন্দরটি ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি/রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কাজ করে।।
  • বাংলাদেশ-ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ তল্লাশী ঘাঁটি ও আন্তর্জাতিক স্থলবন্দর হিসেবে পরিচিত।
  • স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে ১২-০১-২০০২ খ্রিঃ তারিখে বেনাপোল স্থলবন্দর ঘোষণা।
  • ০১-০২-২০০২ খ্রিঃ তারিখে স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু করা হয়।
  • দেশের স্থল বাণিজ্যের প্রায় ৯০% এ বন্দরের মাধ্যমে হয়ে থাকে।
  • বেনাপোল সীমান্ত হতে রাজধানীর দূরত্ব প্রায় ২৪০ কিঃমিঃ এবং কোলকাতার দূরত্ব প্রায় ৮৪ কিঃমিঃ।
  • স্থলবন্দরটি ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি/রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কাজ করে।।
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ
  • কাস্টমস হাউস
  • পুলিশের ইমিগ্রেশন
  • বর্ডার গার্ড বাংলাদেশ
  • প্ল্যান্ট কোয়ারেন্টাইন
  • বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট
  • মৎস্য অধিদপ্তর
  • ব্যাংক
  • ডিজি স্বাস্থ্য
  • ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং এজেন্ট

 

আমদানি পণ্য

রপ্তানি আইটেম

  • সুতি কাপড়
  • চেসিস
  • কাঁচা তুলা
  • ইস্পাত/লোহা রাসায়নিক/রঞ্জক
  • সিন্থেটিক কাপড়
  • ২/৪-হুইলার
  • খাদ্যশস্য
  • অন্যান্য সকল প্রকার আমদানি যোগ্য পণ্য।
  • তৈরি পোশাক
  • তুলা
  • ব্রিফকেস
  • ব্যাগ
  • পাটের সুতা
  • হাইড্রোজেন পারঅক্সাইড
  • রপ্তানিযোগ্য সকল পণ্য।

 

Infrastructure Facilities at Benapole Land Port

Warehouse

Parking

Weigh Bridges

Passenger Building

Immigration
 

Electric Sub Station

Electric Sub Station

Boundary & Gates

CCTV Surveillance

Watch Tower

Dormitory 
 

Bus Terminal

Office Building

Cargo Terminal

Driver Rest Room

Accommodation For

Security Personnel
 

 

ঠিকানা:বেনাপোল স্থলবন্দর, আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনাল, বেনাপোল, শার্শা, যশোর http://benapole.blpa.gov.bd
ফোন: ০২৪৭৭৭৯৫৬০১
ফ্যাক্স: ০২৪৭৭৭৯৫৬০১
ইমেইল benapolelandport@gmail.com