Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd মে ২০২৩

প্রেস রিলিজ(২১ মে ২০২৩ তারিখে নবনির্মিত ‘বিলোনিয়া স্থলবন্দর’ উদ্বোধন)


প্রকাশন তারিখ : 2023-05-21

প্রেস রিলিজ

২১ মে ২০২৩ তারিখে নবনির্মিত ‘বিলোনিয়া স্থলবন্দর’ উদ্বোধন

মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি ২০২৩ সালের ২১ মে ফেনী জেলার পরশুরাম উপজেলায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক নবনির্মিত ‘বিলোনিয়া স্থলবন্দর’ উদ্বোধন করেন। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আলমগীর (গ্রেড- ১) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী- ১ আসনের মাননীয় সংসদ সদস্য শিরীন আখতার, এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোঃ মোস্তফা কামাল, ফেনী জেলার জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান ও পুলিশ সুপার জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একান্ত সচিব মোঃ কবির খাঁন। স্বাগত বক্তব‍্য রাখেন ডি এম আতিকুর রহমান, পরিচালক (প্রশাসন), বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক, বিলোনিয়া স্থলবন্দর উন্নয়ন প্রকল্প। 

প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের হাত ধরে ২০০১ সালের ১৪ জুন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা লাভ করে। স্থলপথে আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় ২৪টি স্থলবন্দর প্রতিষ্ঠা লাভ করে। এ সকল স্থলবন্দরের মধ্যে ইতোমধ্যে ১৪টি স্থলবন্দরের উন্নয়ন সম্পন্ন করে অপারেশনাল কার্যক্রম চালু করা হয়েছে। ফেনী জেলার পরশুরাম উপজেলায় ‘বিলোনিয়া স্থলবন্দর’ একটি। উল্লেখ্য, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতায় বিলোনিয়া স্থলবন্দরটি সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নে ৩৮ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয় হয়েছে। ১০ একর জমিতে ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর, অভ্যন্তরীণ রাস্তা, ওপেন স্ট্যাক ইয়ার্ড, পার্কিং ইয়ার্ড, একটি ওয়্যারহাউজ, ট্রান্সশিপমেন্ট শেডসহ একটি অফিস ভবন, একটি ডরমিটরী ভবন নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে বিলোনিয়া স্থলবন্দর এর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।