Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জুন ২০২৩

প্রেস রিলিজ(১৪ জুন ২০২৩ ,বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২২তম প্রতিষ্ঠবার্ষিকী উৎযাপন)


প্রকাশন তারিখ : 2023-06-14

১৪ জুন, ২০২৩ তারিখ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে Hotel Pan Pacific Sonargaon এর বলরুমে ‘‘Visioning Land Ports of the Future: Smart, Sustainable & Salutary’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়, সম্মানিত অতিথি হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) এমপি, বিশেষ  অতিথি হিসেবে জনাব আবু হেনা মো: রহমাতুল মুনিম, সিনিয়র  সচিব, অভ‍্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, জনাব তপন কান্তি ঘোষ, সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, জনাব মো: মোস্তফা কামাল, সচিব,  নৌপরিবহন মন্ত্রণালয়, জনাব মো: মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, বিশেষ শাখা (এসবি) উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে সংস্থা প্রধানগণ, স্থলবন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস‍্য (ট্রাফিক), যুগ্মসচিব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মো: আলমগীর (গ্রেড- ১)।

প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুল্ক স্টেশনগুলোর সুবিধার কথা চিন্তা করে সীমান্তে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ব্যবসায়ীদের সুবিধার লক্ষ্যে ২০০১ সালের ১৪ জুন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেন। তিনি সীমান্তে স্থিতিশীলতা এনে দিয়েছেন। গত ২২ বছরে ১৫টি স্থলবন্দর চালু হয়েছে, আরো ০৯টি স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন চলছে। 

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট স্থলবন্দর, স্মার্ট সেবা, সমৃদ্ধ বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি। দিনাজপুরের বিরল ও রাঙামাটির তেগামুখ স্থলবন্দরের উন্নয়নে চ্যালেঞ্জ আছে; সেগুলো সমাধানের পথ খুজে পাওয়া গেছে। 

সভাপতির বক্তব‍্যে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, Smart is smart doing. তিনি বলেন, স্থলবন্দরের গুরুত্ব ও সক্ষমতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে আগামী ০৩ বছরের মধ‍্যে বাংলাদেশের স্থলবন্দরগুলো Smart, automated হয়ে এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। 

অনুষ্ঠানে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ওপরে একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শিত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সঞ্চালনা করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এর চেয়ারম্যান (গ্রেড- ১) এর একান্ত সচিব জনাব মো: কবির খান।