জনাব মোঃ আলমগীর
গ্রেড-১
ও
চেয়ারম্যান
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ
জনাব মোঃ আলমগীর বাংলাদেশ সরকারের গ্রেড-১ কর্মকর্তা। তিনি গত ০৬ জুন, ২০২১ তারিখে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে যোগদান করেন। এ পদে যোগদানের পূর্বে তিনি হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড (হিল) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। হিল, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের স্বত্ত্বাধিকারী।
জনাব মোঃ আলমগীর সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ কর্মকর্তা। তিনি ১৯৯০ সালে পটুয়াখালী ডিসি অফিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের কল্যাণে কাজ করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তর এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়েও কাজ করেছেন।
জনাব মোঃ আলমগীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাছাড়া Singapore National University (NSU) থেকে পাবলিক পলিসিতে MPP ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের Sussex বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
তিনি পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি থেকে 'Planning and development' বিষয়ে উচ্চতর ডিপ্লোমা এবং জাপানের IDEAS Advanced School, Tokyo, Japan থেকে উন্নয়ন অর্থনীতিতে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। তিনি দেশে-বিদেশে বহু প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
জনাব মোঃ আলমগীর ব্যক্তিগত জীবনে বিবাহিত। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।